3 thoughts on “Hello world!

    • Arka Mukhopadhyay says:

      স্বদেশী একজিকিউটিভ কালো রঙের কালি নিশ্চিন্তে কিনে ফেলুন। আমি ব্যবহার করছি। অত্যন্ত উন্নত মানের কালি। লেখার অনুভূতি বড়ই মসৃণ। আর যদি সস্তার ক্যামলিন বা ব্রিল কালি থেকে এতে উত্তরণ করেন (যেমনটি আমি করেছিলাম) তো আর ফিরতে ইচ্ছে হবে না। লেখা পরিষ্কার স্পষ্ট ফুটে ওঠে। দামি থেকে সস্তা, সমস্ত রকম কাগজে লিখে দেখেছি, অনেক আন্তর্জাতিক কালিকে টেক্কা দেবে।
      যদি এটি আপনার প্রথম কলম হয় তো Click, V’sign, Kanwrite, Beena, Asa, Gama ইত্যাদি দেশী কলম দিয়ে শুরু করতে পারেন (দাম ৩০০ থেকে ৩০০০ টাকা)। বিদেশী কলম হিসাবে শুধুমাত্র সুপারিশ হবে Lamy Safari বা Pilot Metropolitan (দেড় থেকে তিন হাজার টাকা দাম)। অবশ্যই মিডিয়াম নিব দিয়ে শুরু করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *