“আয় মা তোকে বিষাদে বসাই। নইলে কি আর বসবি মা তুই! হুল্লোড় করবি। তাই, আয় মা তোকে বিষাদে বসাই।
চেয়ে দ্যাখো মা তোর এ-খেলায় রেফারি ভুল বাঁশি বাজায়। মাঠ কী পিছল, অবাধ্য বল কী করবে ঠিক নাই । কিসের এত ফুর্তি তোর মা! … বিষাদে বসাই।
কিন্তু শুধু এ-দুঃখই তো নয় ! হতাশ করবি জেনেও খেলায় মাতাবি তাই ভয়।
তার চেয়ে নিজের মিথ্যে রঙ্গ জেনে খেলায় দে না ভঙ্গ! এত করে বলি মা তোকে, তবুও হুঁশ নাই। তাই মা তোকে বিষাদে বসাই।”
-সাতের দশকের বিখ্যাত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নতুন কাব্যগ্রন্থ।