স্বাগত
“আমি কি জলের মতো হতে চাই? যেখানে গভীর ক্ষত তার দাগ খুঁজেও পাবে না?
এত যে সন্দেহ-ভয় গড়েছি নিজের হাতে, যেন কুমোরের থালা-হাঁড়ি; এসব যাওয়ার আগে ভেঙে দিয়ে যাব। নিখুঁত খুনির মতো প্রতিটা হাতের ছাপ মুছে, রক্তের সঘন দাগ ধুয়ে ধুয়ে সাফ করে ফেলে, ঝাঁপ দিয়ে উড়ে যাব দূর নীল বাতায়ন, যেন কেউ ছিল না কোথাও!
তবে কি এমন করে চলে যাওয়া ভাল?
ঘোরতর শূন্য হাতে? ভারহীন?
খিড়কিপুকুরে দুটো প্রদীপ ভাসিয়ে যাব আর জলতলে ক্ষীণ ছোরা কী এক বেদনাভরে কাঁপবে তখনও।”
-নয়ের দশকের বিশিষ্ট কবি অয়ন চক্রবর্তীর অসামান্য কাব্যগ্রন্থ ‘তুমি’-র মান্দাস সংস্করণ।