ফুটবল নিয়ে বাংলা ভাষায় আত্মজীবনীমূলক রচনাগুলির মধ্যে এই গ্রন্থটি অনন্য। কারণ এই প্রথম প্রকাশিত হল কোনও আন্তর্জাতিক বাঙালি রেফারির আত্মকথা। নিম্নবিত্ত পরিবার থেকে আসা এক কিশোরের আন্তর্জাতিক রেফারি হয়ে ওঠার গল্প ‘আমার মুক্তি ঘাসে ঘাসে’।
সত্তর- আশি-নব্বইয়ের দশকের একের পর এক স্মরণীয় ফুটবল ম্যাচের স্মৃতি উঠে এসেছে সাগর সেনের আত্মকথায়। দর্শক বা খেলোয়ারের চোখে নয়, একজন রেফারির চোখে এক একটা রোমহর্ষক নব্বই মিনিটের যাপন এবং তার আগে ও পরে ঘটে যাওয়া নানা অজানা ঘটনা দিয়ে পরতে পরতে সাজানো এই বই ফুটবল ইতিহাসের এক জ্যান্ত দলিল।